ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য জানালেন বইমেলা কবে চান

২০২৫ অক্টোবর ২৫ ২৩:৪৬:৪৭

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য জানালেন বইমেলা কবে চান

নিজস্ব প্রতিবেদক: মওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বলেছেন, অমর একুশে বইমেলা রীতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই আয়োজন করতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও ‘চট বিছিয়ে’ মেলার আয়োজন করা যেতে পারে।

শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন। হারুন উর রশীদ বলেন, চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির প্রাঙ্গণে ‘চট বিছিয়ে’ বইমেলার সূচনা করেছিলেন। এবারের মেলাও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত।

সভায় অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, কেন বাণিজ্য মেলা ঠিক সময়ে অনুষ্ঠিত হয়, কিন্তু বইমেলা ফেব্রুয়ারিতে করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বইমেলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবু বাশার ফিরোজ শেখ বলেন, জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা স্থগিত করা যৌক্তিক নয়। ডিসেম্বর-জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক সমাবেশ এবং নির্বাচনী বিভিন্ন সভার কারণে বইমেলা স্থগিত করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।

এর আগে বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে বইমেলা ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত স্থগিত করার কথা জানানো হয়। একাডেমি জানিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের কারণে তারা স্থগিত করতে বাধ্য হয়েছেন এবং নতুন তারিখ প্রকাশ করা হবে।

সভায় বক্তারা আরও বলেন, বইমেলা স্থগিত না করে নির্বাচনের দিনটি ছাড়া অন্য দিন ফেব্রুয়ারিতেই মেলা আয়োজন করা সম্ভব।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটু এবং সঞ্চালনা করেন বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। স্বাগত বক্তব্য দেন উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

অন্যান্য বক্তারা ছিলেন প্রকাশক ও সংস্কৃতিকর্মী সৈয়দ জাকির, চাকসুর সাবেক ভিপি ও প্রগতি লেখক সংঘের সহসভাপতি শামসুজ্জামান হীরা, কবি ও গীতিকার হাসান ফকরি, গণসংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে জাকির হোসেন, প্রকাশক দেলোয়ার হাসান এবং জাতীয় কবিতা পরিষদের সবুজ মনির।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ