ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ঢাবির জিয়া হল সংসদের ফ্রিজ প্রদান

২০২৫ অক্টোবর ২৫ ২১:০৯:২৮

ঢাবির জিয়া হল সংসদের ফ্রিজ প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় ফ্রিজ উপহার দিয়েছে হল সংসদ নেতৃবৃন্দ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্রিজটি হল প্রশাসনের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন ইনসাফকে ধন্যবাদ দিয়ে বলেন, ইনসাফসহ অন্য যেকোনো সংগঠনকে আমরা শিক্ষার্থীদের জন্য এমন ভালো কাজের জন্য আহ্বান করবো। হলের মেসের তত্ত্বাবধানে ফ্রিজটি থাকবে। এসময় হলের ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি শিক্ষার্থীরা দায়িত্বসহকারে ফ্রিজটি রক্ষণাবেক্ষণ করবে।

ইনসাফ এর চেয়ারম্যান ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ইনসাফ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। জিয়া হলের শিক্ষার্থীরা বাড়ি থেকে মায়ের দেওয়া খাবারগুলো এনে রাখতে পারতো না, কারণ সেই সুযোগ এতোদিন ছিল না। তার-ই ধারাবাহিকতায় হল সংসদ এবং ইনসাফের কো-অর্ডিনেটর আমাদের সাথে যোগাযোগ করে। সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যালমনাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে জিয়া হলের শিক্ষার্থীদের জন্য ফ্রিজটি ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, এটি কোনো অনুদান বা দান নয়। এটু শিক্ষার্থীদের যে ক্রাইসিস তার প্রতি সহমর্মিতা। এভাবে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।

হল সংসদের ভিপি মাহবুব তালুকদারবলেন, শিক্ষার্থীবান্ধব যে কোন উদ্যোগ কে আমরা দল মত নির্বিশেষে সাধুবাদ জানাবো এবং তার সাথে থাকবো।

এসময় জিএস আসিফ ইমাম বলেন, নির্বাচনে আমাদের ইশতেহার ছিল হলের শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করা,আমরা সেটা ইনসাফের মাধ্যমে ব্যবস্থা করেছি।

হল ইনসাফের কো-অর্ডিনেটর মাহবুব আলম মিরাজ বলেন, আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের ক্রাইসিসের জায়গাটা নির্ণয় করে এড্রেস করার। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল হলে একটি ফ্রিজ হলে আমাদের খাবার সংরক্ষণের জন্য সুবিধা হয়, পরবর্তীতে আমরা এটি ইনসাফ কে জানালে ইনসাফ আমাদেরকে ফ্রিজ দেওয়ার আশ্বাস দেন,আমরা আশা করবো ভবিষ্যতেও ছাত্রবান্ধব কাজে ইনসাফ আমাদের পাশে থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত