ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
মহাসড়কে অবৈধ যান বন্ধে বিআরটিএ চেয়ারম্যানের কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়েছেন যে, মহাসড়কে কোনোভাবেই অবৈধ যান চলতে দেওয়া হবে না। তিনি পুলিশ, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জানান যে তারা কঠোর অবস্থানে আছেন ও থাকবেন।
শনিবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৩২টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, লক্কর-ঝক্কর কোনো গাড়ি মহাসড়কে চলবে না। এজন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একযোগে কাজ করছে। তিনি দৃঢ়ভাবে জানান যে, সরকারি গাড়িও ছাড় পাবে না এবং তিনি নিজের বিআরটিএর গাড়িও ডাম্প করেছেন।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা তুলে ধরে তিনি বলেন, এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং সহযোগিতা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সড়ক দুর্ঘটনা কমাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তিনি তার দায়িত্বে যোগদানের সাড়ে তিন মাসের মধ্যে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।
বিআরটিএ চেয়ারম্যান জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২২ অনুযায়ী দেশের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার যেন ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তার সুযোগ পায়, সেই লক্ষ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেনসহ নিহতদের স্বজনরা।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, পঞ্চগড় বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির