ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
‘নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালেও যাবো না’
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন নতুন সরকার ক্ষমতায় এসে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালেও মন্ত্রিসভায় যাবেন না।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ড. খালিদ হোসেন বলেন, আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, উপদেষ্টাদের 'সেফ এক্সিট' নেওয়ার দরকার আমার নেই। আমাদের সহকর্মী ফাওজুল কবির খান বলছেন, এটি অর্ডিন্যান্স করার মাধ্যমে আগামী নির্বাচিত সরকারের সময় আমরা টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিত্ব নিতে পারব না। যদি সরকার এটি করে, তা ভালো হবে। তবে ব্যক্তিগতভাবে আমি কেবিনেটে অংশ নেব না।
তিনি আরও বলেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে ভবিষ্যত সরকারে থাকবার চেষ্টা করছেন। কিন্তু আমি কাউকে সম্মান দিয়ে মন্ত্রিত্বে অংশ নেব না। আমি সরকারকে সম্মান দিয়ে আমন্ত্রণ পেলেও তা গ্রহণ করব না।
ড. খালিদ হোসেন যোগ করেন, আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদরাসা, এতিমখানা, মন্দির, চার্চ, সেমিটারিসে বিতরণ করা হয়েছে। এই অর্থ সরকারি ফান্ড থেকে আসে। এটি ইসলামিক স্টেট নয়, সম্পূর্ণ সেকুলার রাষ্ট্র। শরিয়ত আমরা ব্যক্তিগতভাবে মানি, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এটি প্রযোজ্য নয়।
তিনি আরও মন্তব্য করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা দায়িত্ব শেষ করে ঘরে চলে যাব। তখন মন্দিরে যাওয়া আমার দায়িত্ব নয়। আমি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্বে বিশ্বাস করি।
ড. খালিদ হোসেন ফেসবুকে গুজবের প্রতিক্রিয়ায় বলেন, কেউ লিখেছে আমি মারা গেছি, কিন্তু এটি সঠিক নয়। আমি এখনও জীবিত।
উপদেষ্টা উল্লেখ করেন, ১৫ মাসের দায়িত্বকালেও আমি কোনো এক টাকার দুর্নীতি করিনি। সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হয়েছে। এজেন্সির ৩৯ কোটি টাকা সৌদি আরব থেকে আনা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। পূর্ববর্তী বছরের ঝঞ্জাল এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির