ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
সম্পর্কে টানাপোড়েনের মাঝে ট্রাম্প-শি দ্বিপক্ষীয় বৈঠক
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠেয় আগামী এপেক সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠকে। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর এ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সম্ভব হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনেরও আলাপ হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরে অর্থনৈতিক সহযোগিতাই আলোচনার মূল বিষয় হবে। বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাও আলোচনায় আসতে পারে। সফরের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ নিশ্চিত করা। এর আগের সফরগুলোতেও—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে—ট্রাম্প একই কৌশল নিয়েছিলেন।
অক্টোবরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের ফাঁকে শি-ট্রাম্প বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হলেও এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান বাণিজ্যিক টানাপোড়েন প্রশমনের বড় সুযোগ হতে পারে এ আলোচনা। এর আগে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পাল্টা চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়। সম্প্রতি আলোচনার সুবিধার্থে শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ংয়ের আমন্ত্রণে এপেক সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি মনে করেন, সম্মেলন কিম জং উনের সঙ্গেও আলোচনার সুযোগ তৈরি করতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনি চাইছেন, আমরাও প্রস্তুত আছি।”
তবে এই সফরের প্রেক্ষাপট অনেকটাই জটিল। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন কিম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ দেখালেও প্রায়ই দাবি করেন, নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। সামাজিক মাধ্যমে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, “চীন, রাশিয়া, ভারত আর কিম— সবাই মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা