ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

‎এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না: এ্যানি

২০২৫ সেপ্টেম্বর ০৬ ২০:৫৪:২৮

‎এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না: এ্যানি

‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করে বলেছেন এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে আর এক ব্যক্তির শাসন চলতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, একদলীয় ও কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিএনপি প্রথমে ২৭ দফা এবং পরে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামে নানা নির্যাতনের শিকার হয়েও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। তাদের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে।

রায়পুর উপজেলা বিএনপির আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি ছিলেন - বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী সহ অনেকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত