ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ইন্দোনেশিয়ায় গণভোজে মিলিত হলো ছাত্র-জনতার সৃজনশীল প্রতিবাদ

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১০:৩৫:৩১

ইন্দোনেশিয়ায় গণভোজে মিলিত হলো ছাত্র-জনতার সৃজনশীল প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ গণভোজের আয়োজন করেন। দেশজুড়ে এক সপ্তাহ ধরে চলা সহিংস প্রতিবাদের মধ্যে এটি ছিল ভিন্নধারার আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা খাদ্য ভাগাভাগি করে এবং শান্তিপূর্ণভাবে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা সরকারি ছুটির পরপরই হয়। জাকার্তা পুলিশের মুখপাত্র আডে আরি শ্যাম ইন্দ্রাদি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে পুলিশ ও সেনাসহ ১ হাজার ৩৭১ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহে শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন অধিকার সংগঠনের সদস্যরা সংসদ সদস্যদের ভাতা এবং সরকারি সুযোগ–সুবিধার বিরোধে রাস্তায় নেমেছিলেন। এক বিক্ষোভ সমাবেশে পুলিশের গাড়ির ধাক্কায় এক ফুড রাইডার নিহত হওয়ায় প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে।

অধিকার সংস্থা ও স্থানীয় সূত্র অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১০ জন নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চলমান দমন অভিযানে তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করে সংসদ সদস্যদের ভাতা ও পুলিশের আচরণ নিয়ে অভিযোগ তোলেন। ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হ্যান্ডি মুহাররাম সাংবাদিকদের বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বেসামরিক আধিপত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে অবিলম্বে পুলিশ সংস্কার করা হোক।”

সপ্তাহের শুরুতে শিক্ষার্থী প্রতিনিধিরা কিছু সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন, তবে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ এখনও অর্জন করা যায়নি।

পদজাদজারান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ভিনসেন্ট থমাস বলেন, “আমরা একসাথে বনভোজন করি, সৃজনশীলভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করি। আমরা শুধু রাগ প্রকাশ করি না, বরং শান্তিপূর্ণ ও উদ্ভাবনী উপায়ে আমাদের ক্ষোভ দেখাই।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত