ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

পশ্চিম তীর সংযুক্তিকরণ স্থগিত করলো ইসরাইল

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৮:২৪:১৯

পশ্চিম তীর সংযুক্তিকরণ স্থগিত করলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের সতর্কবার্তার পর পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরের বিস্তৃত অংশে সার্বভৌমত্ব আরোপের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সেটি বাতিল করে পরিবর্তে ফিলিস্তিনি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে এমন এক সময়ে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুকে সতর্ক করেছে যে পশ্চিম তীর সংযুক্তিকরণ আব্রাহাম চুক্তির “লাল রেখা” লঙ্ঘন করবে এবং এ ধরনের পদক্ষেপ চুক্তিকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি কর্মকর্তারা জানান, আমিরাতের চাপে নেতানিয়াহু পরিকল্পনা থেকে সরে এসেছেন এবং পশ্চিম তীর সংযুক্তিকরণ আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সঙ্গে “আব্রাহাম চুক্তি” স্বাক্ষর করে সম্পর্ক স্বাভাবিক করে। তবে সৌদি আরব এখনো ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের অবস্থানের পাশাপাশি আঞ্চলিক ও কূটনৈতিক চাপের মুখে নেতানিয়াহু পশ্চিম তীর ইস্যুতে পিছিয়ে এসেছেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত