ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ  

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৫:৩৩:১৮

আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ
 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি মানবিক ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান ত্রাণসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে রওনা হয়।

এই ত্রাণ সহায়তার পরিমাণ ১১.২২৭ টন, যার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং প্রয়োজনীয় ওষুধ। ত্রাণসামগ্রী হস্তান্তরের পর বিমানটি বাংলাদেশে ফিরে আসবে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২,২০০ জন নিহত, ৩,৬৪০ জন আহত এবং ৮,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানবিক এই বিপর্যয়ের প্রেক্ষিতে তালেবান শাসকগোষ্ঠীসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে। খাদ্য, পানি, চিকিৎসা ও বাসস্থানের সংকটে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশও বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সহায়তার হাত বাড়িয়েছে।

বাংলাদেশ থেকে বিমানটি রওনা হওয়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত