ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

বয়সের বাঁধা অতিক্রম করে বিশ্বমঞ্চে জয়ী মজিবুর রহমান

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৪:৪৩:১৮

বয়সের বাঁধা অতিক্রম করে বিশ্বমঞ্চে জয়ী মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক :আমেরিকার লাস ভেগাসে চলমান বিশ্ব মাস্টার্স ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্ষীয়ান ভারোত্তোলক মজিবুর রহমান অংশগ্রহণ করেছেন। গতকাল ৮০ বছর ঊর্ধ্ব ক্যাটাগরির ৭১ কেজি ওজন শ্রেণিতে তিনি রৌপ্য পদক অর্জন করেছেন।

কয়েক মাস আগে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্স ভারোত্তোলন প্রতিযোগিতায় মজিবুর রহমান স্বর্ণপদক জয় করেন। ৬০-৭০ বছর বয়সের অনেকেই নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলেও, ৮৩ বছর বয়সী মজিবুর রহমান অবলীলায় ভার উত্তোলন করছেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছেন।

মজিবুর রহমান বাংলাদেশের ভারোত্তোলন অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ভারোত্তোলনের সঙ্গে জড়িত। বয়স ৮০ পেরিয়ে গেলেও নিজে ভার তোলেন এবং বিনামূল্যে গাজীপুরে গড়ে তোলা তার ভারোত্তোলন একাডেমিতে তরুণদের প্রশিক্ষণ দেন। ভারোত্তোলন ছাড়াও দাবার কিংবদন্তি রাণী হামিদও ৮০ পেরিয়ে দেশ-বিদেশে দাবার টানে ছুটছেন।

মজিবুর রহমানের আত্মত্যাগ ও অবদানের ফলে বাংলাদেশে ভারোত্তোলনের উন্নয়ন ঘটছে এবং তরুণ প্রজন্ম নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তার একাডেমি দিন-রাত কাজ করে ভারোত্তোলন খেলার প্রসার ও শক্তি বৃদ্ধির জন্য।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত