ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব: উপ-প্রেস সচিব

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৩:০০:৪৮

অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে শ্রমিক নেতা ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ৪৮ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপের ফলে প্রায় ৪৮ হাজার মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বর্তমান সরকারকে 'শ্রমিকবান্ধব' বলে দাবি করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের শ্রম ইস্যু নিয়ে দেওয়া এক স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার এসব কথা বলেন। তিনি প্রশ্ন তুলেছেন, "যদি এই সরকার শ্রমিকবান্ধব বা দরিদ্রবান্ধব না হয়, তবে আর কে হবে?"

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার জানান, তিনি গত দেড় দশক ধরে হিউম্যান রাইটস ওয়াচের ফ্রিল্যান্স গবেষক এবং একাধিক পশ্চিমা গণমাধ্যমের সংবাদদাতা হিসেবে বাংলাদেশের শ্রম ইস্যু, বিশেষ করে তৈরি পোশাক খাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন। তিনি উল্লেখ করেন, অনেক কারখানায় শ্রমিকদের আধুনিক দাসের মতো ব্যবহার করা হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনার পর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো প্ল্যাটফর্মগুলোর কারণে কারখানার নকশাগত কাঠামোতে উন্নতি এলেও কর্মপরিবেশে তেমন পরিবর্তন আসেনি। শ্রমিকদের অতি সামান্য মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা এবং আইনগত সুবিধার অভাব তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তিনি আরও বলেন, কারখানায় প্রকৃত ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকদের কিছুটা স্বস্তি আসতে পারতো, কিন্তু অনেক ক্ষেত্রে মালিকদের প্রভাবিত তথাকথিত পিসি কমিটি (পার্টিসিপেশন কমিটি) ইউনিয়নের জায়গা দখল করেছে। এর ফলে একদিকে মালিকরা ক্রেতাদের কাছে কারখানাকে ‘কমপ্লায়েন্ট’ হিসেবে উপস্থাপন করতে পারলেও, অন্যদিকে শ্রমিক শোষণের পথ খুলে যায়। এর ফলস্বরূপ, শ্রমিকরা তাদের কণ্ঠস্বর হারিয়েছে এবং চরম মূল্যস্ফীতির মধ্যে ন্যায্য মজুরির দাবিও নির্মমভাবে দমন করা হয়েছে। হাজার হাজার শ্রমিককে বরখাস্ত, ভয়-ভীতি এবং আইনগত হয়রানির শিকার হতে হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রথার অবসান ও দেশের শ্রমখাত সংস্কারের উদ্যোগকে অগ্রাধিকার দিয়েছে। এরই এক চমৎকার ফল হলো ৪৮ হাজার শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতার বিরুদ্ধে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত