ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
জার্মানিতে আশ্রয় আবেদনের সংখ্যা কমেছে প্রায় ১ লাখ
.jpg)
ডুয়া ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী দেশ জার্মানিতে ২০২৪ সালে আশ্রয়ের জন্য আবেদনকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ২ লাখ ২৯ হাজার ৫৭১টি আবেদন জমা পড়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের তুলনায় এ বছর আশ্রয়ের আবেদন সংখ্যা ৩০ দশমিক ২ শতাংশ কমেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
২০২৪ সালে যাদের আশ্রয়ের আবেদন জমা পড়েছে, তাঁদের মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্কের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। আবেদন জমা পড়ার ক্ষেত্রে জার্মানির পরে স্বাস্থ্যকর অবস্থানে রয়েছে স্পেন, ফ্রান্স এবং ইতালি।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার জানিয়েছেন, সরকার অনিয়মিত অভিবাসন কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি করে পাচারের রাস্তাগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে।
সুরক্ষা সুবিধা প্রদান সম্পর্কিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জমা পড়া আবেদনগুলোর মধ্যে অর্ধেকেরও কম আবেদনকারী সুরক্ষা সুবিধা পেয়েছেন। সরকারী পরিসংখ্যান অনুসারে, মাত্র ৪৪ শতাংশ আবেদনকারী সুরক্ষা সুবিধা লাভ করেছেন।
সিরিয়ার নাগরিকদের মধ্যে সুরক্ষা সুবিধা পাওয়ার হার সর্বোচ্চ, যেখানে ৮৩ শতাংশ আবেদনকারী সুরক্ষা সুবিধা পেয়েছেন। আফগানিস্তানের নাগরিকদের জন্যেও এই হার উল্লেখযোগ্য, যেখানে ৭৪ দশমিক ৭ শতাংশ আবেদনকারী সুরক্ষা সুবিধা পেয়েছেন।
২০১৬ সালে জার্মানিতে আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল, যা ছিল ৭ লাখ ৪৫ হাজার ৫৪৫টি। ওই বছরের প্রধান কারণ ছিল সিরিয়ার শরণার্থীদের বিপুল উপস্থিতি।
এ বছর আশ্রয় আবেদন কমলেও, জার্মানি ইউরোপের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। সরকার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সফলতার কথা বললেও, সুরক্ষা সুবিধা প্রদানের হার নিয়ে সমালোচনা অব্যাহত আছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস