ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
দীর্ঘদিন পর ফিরছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছর থেকে অষ্টম শ্রেণিতে 'জুনিয়র বৃত্তি পরীক্ষা' আবার চালু হচ্ছে। এই পরীক্ষার জন্য বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশিত হয়েছে।
পরীক্ষার্থী নির্বাচনের নিয়মাবলী:নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা ভবিষ্যতে পরিবর্তন করতে পারবে।
বৃত্তির ধরন ও বিষয়সমূহ:শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে – ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। পরীক্ষাটি মোট ৪০০ নম্বরের হবে এবং পাঁচটি বিষয়ে নেওয়া হবে:বাংলা: ১০০ নম্বরইংরেজি: ১০০ নম্বরগণিত: ১০০ নম্বরবিজ্ঞান: ৫০ নম্বরবাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৫০ নম্বর
প্রতিটি পরীক্ষার জন্য ৩ ঘণ্টা করে সময় বরাদ্দ থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্নকাঠামো অনুসারে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের জন্য এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে যদি নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন কোনো শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থীতা বা ফলাফল বাতিল করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি