ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
একক প্রার্থীর জয়ে ‘না’ ভোট বাধ্যতামূলক: ইসি

নিজস্ব প্রতিবেদক :নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত করা এই সংশোধনী অধ্যাদেশে একক প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে জয়ী ঘোষণা না করে ‘না’ ভোটের মুখোমুখি করার বিধান রাখা হয়েছে।
সংশোধনী অনুযায়ী, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের বিপরীতে ভোটে জয়ী হতে হবে। যদি ‘না’ ভোট সংখ্যা বেশি হয়, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে।
এছাড়া আরপিও সংশোধনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে– তফসিল ঘোষণার ৪৫ দিন আগেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অধীনে আনা, সরকার ও কমিশনের মধ্যে মতবিরোধ হলে ইসির সিদ্ধান্ত প্রাধান্য পাবে, ইসির নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপনীয় অনুবেদনসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নির্বাচনের ফল বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকছে। কোনো কেন্দ্রে বা পুরো আসনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কমিশন ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে।
সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, সমান ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর ক্ষেত্রে আর লটারি নয়, বরং পুনরায় ভোটগ্রহণ করতে হবে। প্রার্থীদের মনোনয়ন জামানত বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্বাচনি ব্যয়ের ওপর তদারকি কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
প্রতীক বরাদ্দের আগেই মনোনয়ন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে। প্রার্থী হলে হলফনামায় অসত্য তথ্য প্রদান করলে ভোটের পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মিথ্যা অভিযোগ করলেও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আগে প্রস্তাবিত ইভিএম ব্যবহারের সকল ধারা-বিধান বাতিল করে এবার আরপিওতে তা অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহারের আর কোনো পরিকল্পনা কমিশনের নেই।ইসি সংশোধিত এই অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ভেটিং শেষে এটি গেজেট আকারে প্রকাশের পর কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!