ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

মিরপুর ফ্ল্যাট প্রকল্প আটকে, শহীদ পরিবারদের স্বপ্ন ঝুঁকিতে

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১১:২১:৫৪

মিরপুর ফ্ল্যাট প্রকল্প আটকে, শহীদ পরিবারদের স্বপ্ন ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২৭ জুলাই অনুষ্ঠিত সভায় মিরপুর ১৪ নম্বর সেকশনে ৮০৪ জুলাই শহীদ পরিবারকে ফ্ল্যাট দেওয়ার প্রকল্পটি পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত একটি নীতিমালা তৈরি করে প্রকল্পটি পরিচালনার পরামর্শ দেন। এতে শহীদ পরিবারের আবাসন শহরের কোথায় বা নিজ এলাকায় প্রদান, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়সহ অন্যান্য দিকগুলো নির্ধারণ করতে হবে।

জুলাই মাসের আহতদের জন্য নির্মাণকৃত ফ্ল্যাটগুলোর জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ক্যাটাগরি-‘এ’ ও ‘বি’ তালিকা অনুসরণ করা হয়েছে। এর আওতায় ১ হাজার ৫৬০ জন গুরুতর আহত ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধার জন্য মিরপুর ৯ নম্বরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪’ প্রকল্পে ১৫টি ভবনে আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমিতে নির্মিত এই ফ্ল্যাটগুলো বিনামূল্যে প্রকৃত আহতদের মাঝে বিতরণ করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এসব ফ্ল্যাটের গড় আয়তন ১ হাজার ৩২০ বর্গফুট এবং গড় মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা, যার মধ্যে জমির মূল্য ৩৭৪ কোটি টাকা অন্তর্ভুক্ত।

প্রকল্পের আওতায় ১৪ তলা বিশিষ্ট ভবনগুলোর প্রতিটিতে পৃথক বেসমেন্ট থাকবে এবং লিফট, সাব-স্টেশন, জেনারেটর, সৌরশক্তি ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট সুবিধাসহ কমিউনিটি সুবিধা থাকবে। মিরপুরের এই এলাকা শহরের মূল সড়ক ও ট্রান্সপোর্ট নেটওয়ার্কের সঙ্গে ভালোভাবে যুক্ত, যা প্রকল্পটির জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে প্রকল্পটি একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শহীদ পরিবারের জন্য আগের আবাসন প্রকল্পটির অনুমোদন বিলম্ব হওয়ায় এই প্রকল্পেও দেরি হতে পারে। একনেক থেকে ফেরত পাওয়া সংশোধিত প্রস্তাবটি বর্তমানে পরবর্তী প্রক্রিয়ার জন্য যাচাই-বাছাই করা হচ্ছে।

সরকারি এই প্রকল্প থেকে আনুমানিক ১ হাজার ৫৬০টি পরিবার সরাসরি উপকৃত হবেন, পাশাপাশি নিম্নআয়ের বাসিন্দারাও পরোক্ষভাবে সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। একনেক সভায় মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, সামাজিক নিরাপত্তা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত নীতিমালা তৈরি করে সিদ্ধান্ত নিতে হবে ।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। ব্যবসায়, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বিনিয়োগের কার্যক্রম... বিস্তারিত