ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

গাজা দখলের অভিযানে যেতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা

২০২৫ সেপ্টেম্বর ০২ ২১:৫৫:৫৯

গাজা দখলের অভিযানে যেতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি দখলে নিতে নতুন করে সামরিক পদক্ষেপ শুরু করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এই আহ্বান সাড়া দেয়নি সবাই। ডাকা হলেও সেনা অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক রিজার্ভ সদস্য।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩৬৫ জন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছেন তাদের ডাকা হলেও তারা দায়িত্ব পালন করতে যাবেন না।

মঙ্গলবার তেল আবিবে সংবাদ সম্মেলনে রিজার্ভ সৈন্যদের প্রতিনিধি সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশ বলেন, আমরা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে অংশ নেব না। বরং আমরা আমাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করাকে দেশপ্রেমিক দায়িত্ব মনে করি।

এর আগে গত আগস্টের মাঝামাঝি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পরই সেনাবাহিনী রিজার্ভ সদস্যদের ডাকতে শুরু করে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘনবসতিপূর্ণ গাজায় নতুন অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে। গাজা সিটির চারপাশে ধাপে ধাপে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হবে।

গণমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী জরুরি খসড়া নির্দেশ অর্ডার ৮ জারি করেছে, যার মাধ্যমে রিজার্ভ সদস্যদের ডাকা হচ্ছে। পাশাপাশি গাজায় অবস্থানরত নিয়মিত সেনাদের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, রিজার্ভ বাহিনীকে একত্রিত করার প্রক্রিয়া শুরু হয়েছে ২ সেপ্টেম্বর থেকে।

এর আগেই ৮ আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় অনুমোদন দেয়। কিন্তু এই সিদ্ধান্ত প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ নেতানিয়াহুকে পরিকল্পনা স্থগিতের আহ্বান জানায়। তবে এসব উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করে বলেছে এই অভিযান গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। উপত্যকার বেশির ভাগ মানুষ ইতিমধ্যেই বহুবার বাস্তুচ্যুত হয়েছেন, অসংখ্য এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অনাহারে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত