ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও একদল বাংলাদেশিকে

২০২৫ সেপ্টেম্বর ০২ ২১:৪৯:১৪

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও একদল বাংলাদেশিকে

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর ধারাবাহিকতায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে আরও একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। ফ্লাইটটি রাত ৯টার দিকে অবতরণ করবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ঠিক কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তা এখনো জানা যায়নি।

এর আগে গত ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বিমান (সি-১৭) তাদের ঢাকায় পৌঁছে দেয়। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরার পর অনেকেই বিমর্ষ হয়ে পড়েন, কেউ ছিলেন সম্পূর্ণ বাকরুদ্ধ।

ফেরত আসাদের অভিযোগ, পুরো যাত্রাপথেই তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। আমরা অপরাধী নই, কেবল আশ্রয় চেয়েছিলাম। অথচ আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে ভয়ংকর বন্দিদের মতো, বলেন এক ফেরত আসা ব্যক্তি।

দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত পাঠানোদের বেশিরভাগই পরিবার-পরিজনকে বিক্রি করে বা ধারদেনা করে ৩০-৪০ লাখ টাকা খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন। সেখানে আশ্রয়ের আবেদন করলেও আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। ফলে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত