ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
আফগানিস্তানে ভূমিকম্প: ত্রাণ, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র অভাব
                                    আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কুনার প্রদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা ত্রাণ ও চিকিৎসার জন্য তীব্র সংকটের মুখোমুখি। প্রাদেশিক হাসপাতালের এক চিকিৎসক বিবিসি নিউজআওয়ারকে জানিয়েছেন, “আমরা হাজার হাজার মানুষকে সামলাতে চেষ্টা করছি, তবে আমাদের ত্রাণ, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র অভাব রয়েছে। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু পর্যাপ্ত নয়।”
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ওই এলাকার ছোট হাসপাতালে ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, যদিও কিছু দেশ জরুরি ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছে, এখনও পর্যন্ত কার্যকর সহায়তা পৌঁছায়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেন, তালেবান সরকারের সঙ্গে যেকোনো মতপার্থক্য দূরে সরিয়ে আফগানদের ত্রাণ সহায়তা পাঠাতে।
জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে। দুর্গম এবং পাহাড়ি কুনার প্রদেশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি, যা উদ্ধারকাজকে জটিল করে তুলেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। তবে কুনারের রক্ষণশীল পরিবেশে নারীদের চিকিৎসা সাংস্কৃতিক কারণে বিলম্বিত হতে পারে। আফগানিস্তানের কঠোর তালেবান বিধিনিষেধ ও সামাজিক নিয়ম অনুযায়ী নারীরা অনেক সময় এককভাবে ত্রাণ বা চিকিৎসা নিতে পারছে না।
ফ্রিল্যান্স সাংবাদিকরা জানিয়েছেন, জালালাবাদের প্রধান হাসপাতালে পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি। মানবিক সংস্থা কেয়ারের দীপমালা মাহলা বলেন, “নারী ও মেয়েরা সর্বোচ্চ ঝুঁকির মুখে। আমাদের নারী সহায়তা কর্মীদের প্রয়োজন, যারা তাদের সঙ্গে কথা বলতে ও সাহায্য পৌঁছে দিতে সক্ষম হবেন।”
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সাহায্যের হাত বাড়াচ্ছে। চীন, ভারত, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বৈশ্বিক জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ মিলিয়ন ডলার অর্থ ছাড় করা হয়েছে।
যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ডের জরুরি তহবিল ঘোষণা করেছে, যা আফগানিস্তানের অংশীদারদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, কাবুলে ১ হাজার তাঁবু এবং কুনারে ১৫ টন খাদ্য সহায়তা পাঠানো হয়েছে, আরও ত্রাণ সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের প্রধান অ্যামি মার্টিন বলেছেন, আবাসন, আশ্রয় এবং কম্বল সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া গরম খাবার ও উচ্চ-শক্তিসম্পন্ন বিস্কুট দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)