ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি, তদন্ত কমিটি গঠন

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৪:১৯:২১

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি প্রদানের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক গঠিত এই কমিটি ঘটনার সুষ্ঠু অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব পেয়েছে।

জানা গেছে, হুমকির ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মো. নাইম হাসান প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রক্টর সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন: সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া এবং সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত