ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

গোপন সম্পর্কের কারণে বরখাস্ত নেসলের সিইও

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:৪৩:৩৮

গোপন সম্পর্কের কারণে বরখাস্ত নেসলের সিইও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত খাদ্যপণ্য নির্মাতা নেসলে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা লরা ফ্রেইক্সকে হঠাৎ বরখাস্ত করেছে। প্রতিষ্ঠান জানিয়েছে, তিনি এক সহকর্মীর সঙ্গে গোপন রোমান্টিক সম্পর্কের তথ্য গোপন রাখায় কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করেছেন।

ফ্রেইক্স সিইও পদে এক বছর পূর্ণ করার পরই এই সিদ্ধান্ত আসে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফিলিপ নাভরাটিল, যিনি এর আগে নেসপ্রেসো ইউনিটের প্রধান ছিলেন।

নেসলের বিবৃতিতে বলা হয়েছে, চেয়ারম্যান পল বুলকে ও লিড ইনডিপেনডেন্ট ডিরেক্টর পাবলো ইসলাম নেতৃত্বে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে ফ্রেইক্স তার এক সরাসরি অধীন কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন, যা প্রথমে তিনি অস্বীকার করেছিলেন। প্রথমে কিছু প্রমাণ না মিললেও দ্বিতীয় তদন্তে বাহ্যিক সংস্থার সহায়তায় সম্পর্কের সত্যতা নিশ্চিত হয়। ফলে, তাকে কোনো আর্থিক সুবিধা ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান বুলকে বলেন, “নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।” যদিও তিনি নিজেও আগামী বছরে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন নেসলে বাজারের চ্যালেঞ্জ, কমে যাওয়া ভোক্তাদের চাহিদা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবিলা করছে। বিশ্লেষকরা বলছেন, টানা দুই সিইও বরখাস্তের ফলে নেসলের কৌশল ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জেপি মরগান এক বিশ্লেষণ নোটে উল্লেখ করেছে, “এই পরিবর্তন কোম্পানির মধ্যমেয়াদি কৌশল ও বাজারে অবস্থানের প্রশ্ন তুলেছে।”

গত এক বছরে নেসলের শেয়ারদর ১৭% কমেছে, যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক পিছিয়ে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত