ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

উমামা ফাতেমার ডাকসু সংবাদ সম্মেলন বয়কট

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:২৭:০৯

উমামা ফাতেমার ডাকসু সংবাদ সম্মেলন বয়কট

নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন সোমবার (১ সেপ্টেম্বর) মাল্টিমিডিয়া সাংবাদিকদের বয়কটের মুখে পড়েছে।

সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন উমামা ফাতেমা। তবে সাংবাদিকরা উপস্থিত না থাকার কারণে সংবাদ সম্মেলন কার্যকরভাবে অনুষ্ঠিত হয়নি।

উমামা ফাতেমা এই সংবাদ সম্মেলনে নির্বাচনী ইস্যু, প্রার্থী হিসেবে তার পরিকল্পনা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তব্য রাখার পরিকল্পনা করেছিলেন। তবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপস্থিতি না থাকায় সংবাদ পরিবেশন প্রক্রিয়া ব্যাহত হয়।

এদিকে, নির্বাচনের পূর্বে এমন পরিস্থিতি শিক্ষার্থী সমাজে বিভ্রান্তি ও প্রশ্ন উত্থাপন করেছে। শিক্ষার্থীরা আগামী নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার জন্য সকল পক্ষের সহমত কামনা করছেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রতিটি প্রার্থী তাদের প্রার্থিতার বৈধতা ও নির্বাচনী ইশতেহার প্রকাশে ব্যস্ত।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত