ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে ভূমিকম্প: মৃ’তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৫:৫৮:৫৯

আফগানিস্তানে ভূমিকম্প: মৃ’তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত রোববার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৮০০ ছাড়িয়েছে। এতে আঘাতপ্রাপ্ত ও আহত হয়েছেন আরও দুই হাজার ৫০০-এর বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, উদ্ধারকাজ চলছেও এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬, এবং এর উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর অন্তত আরও ১৩টি ‘আফটারশক’ অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২ রিখটার স্কেলের মধ্যে।

সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নুর গুল জেলা। এছাড়া সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের প্রভাব আফগান রাজধানী কাবুল পর্যন্ত অনুভূত হয়েছে, যা কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, বহু প্রত্যন্ত অঞ্চলে এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ভূমিধসের কারণে অনেক প্রধান সড়ক বন্ধ থাকায় রেসকিউ টিমগুলোর জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হচ্ছে।

ভৌগলিক কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। দেশটি ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত। গত তিন দশকে দেশটিতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত