ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ, শত শত মৃ'ত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রিখটার স্কেলে ৬ মাত্রার এই কম্পনে ইতোমধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়ে থাকায় শত শত মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এই দুর্গম পাহাড়ি এলাকায় বহু বাড়িঘর ধসে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।
ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করে জানায়, এ ঘটনায় “বড় ধরনের প্রাণহানি” ঘটতে পারে এবং ক্ষয়ক্ষতির মাত্রা “বিস্তৃত”। সংস্থাটির তথ্য অনুযায়ী, একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলো আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
তালেবান সরকারের সূত্র বলছে, বহু গ্রাম ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়েছে। ইতোমধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে।
এমন পরিস্থিতিতে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। তারা জানায়, উদ্ধারকাজ পরিচালনার মতো পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম তাদের হাতে নেই। কুনার প্রদেশের পুলিশপ্রধানও বলেন, প্রবল বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুধুমাত্র আকাশপথে সম্ভব।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা