ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
নতুন ২ ট্রেন চলবে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে
ডুয়া নিউজ: বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। যার নাম প্রবাল ও সৈকত এক্সপ্রেস। ট্রেনগুলি চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের জন্য রেল যোগাযোগকে সহজতর করবে।
রেলপথ মন্ত্রণালয় গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রেন দুটি চালানোর অনুমোদন প্রদান করেছে এবং আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে যাত্রী পরিবহন শুরু হবে। উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল ব্যবহার করে এই নতুন ট্রেনের পরিচালনা করা হবে।
ক্যাটারিং সেবার জন্য কিছু সময়ের জন্য অনুমতি দেওয়া হলেও সেবা পরিচালনার জন্য দ্রুত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন ট্রেনের নাম সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪) ও প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩)। একই রেক দিয়ে চলা ট্রেন দুটি মোট ১৬টি কোচ নিয়ে চলবে। যাদের মোট আসন সংখ্যা হবে ৭৪৩টি।
৮২১ নম্বর ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। অন্যদিকে ৮২২ নম্বর ট্রেনটি সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছাবে। সেইসাথে, ৮২৩ নম্বর ট্রেনটি দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে এবং সন্ধ্যা ৭টায় সেখানে পৌঁছাবে। আর ৮২৪ নম্বর ট্রেনটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রওনা হয়ে রাত ১১টায় চট্টগ্রাম পৌঁছাবে।
গত বছরের ১১ ডিসেম্বর এই দুই আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তাব রেলভবনে পাঠানো হয় এবং সেই প্রস্তাবের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে এই উদ্যোগের অনুমোদন দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা