ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সৌদিতে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তি নিয়ে কঠোর হুঁশিয়ারি

২০২৫ আগস্ট ৩০ ১৯:২১:৩৫

সৌদিতে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তি নিয়ে কঠোর হুঁশিয়ারি

পর্যটন, ওমরা এবং হজ ভিসা নিয়ে সৌদিতে যেসব পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তিতে লিপ্ত, তাদের বিরুদ্ধে কোনো ছাড় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। তিনি জানিয়েছেন, মাফিয়া চক্রের প্রতি কোনো ধরনের নমনীয়তা গ্রহণ করা হবে না।

শনিবার (৩০ আগস্ট) নাকভি পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দু’পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বিশেষভাবে উঠে আসে ভিক্ষুক মাফিয়া চক্রের কার্যক্রম।

বৈঠকে নাকভি পাকিস্তানের কঠিন সময়ে সৌদির সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত কমাতে সৌদির ভূমিকার প্রশংসাও করেন।

সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ আল-মালকি বলেন, “পাকিস্তান আমাদের ভাতৃপ্রতীম দেশ। আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেই।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত