ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডুয়া নিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষ হলের সিট বণ্টনকে কেন্দ্র করে ঘটেছে এবং এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সাকিব নামে একজনকে গুরুতর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই বিরোধ বাঁধে। ধারনা করা হচ্ছে, সিট পুনর্বণ্টন নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। হাতাহাতি থামানোর চেষ্টা করতে গিয়ে সাকিব গুরুতর আহত হন।
এ ঘটনার পর দুই বিভাগের শিক্ষার্থীরা পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরকে আঘাত করার চেষ্টা করে। কিছু সময়ের জন্য ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন আর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ফটকের বাইরেও অবস্থান করেন। পরিস্থিতি এতোটা উত্তেজিত হয়ে ওঠে যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিতে হয়।
এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে শান্তি ফেরানোর চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন তবে দুই পক্ষই অনড় অবস্থান নিচ্ছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফলে ঘটনাটি এতদূর গড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান