ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

'রোহিঙ্গা ইস্যুতে নির্বাচিত সরকারকেও জাতীয় নীতি অব্যাহত রাখতে হবে'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ২০:৫৪:০৩
'রোহিঙ্গা ইস্যুতে নির্বাচিত সরকারকেও জাতীয় নীতি অব্যাহত রাখতে হবে'

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে বরাবরই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যেন এই ইস্যু থেকে সরে না যায়, সেজন্য কক্সবাজারে তিন দিনব্যাপী রোহিঙ্গা সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত রোহিঙ্গা সম্মেলনের সফলতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এই সম্মেলনে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গারা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে। এর আগে বিভিন্ন সময়ে, বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হলেও, রোহিঙ্গাদের সরাসরি প্রতিনিধিত্ব সেভাবে ছিল না। কক্সবাজারের সম্মেলনে পৃথক একটি সেশনে রোহিঙ্গারা নিজেদের কথা সরাসরি বলতে পেরেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা তা শুনতে পেরেছে।

তিনি আরও জানান, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এর আগে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার চেষ্টাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কখনো সম্পৃক্ত করা হয়নি। এই প্রথম তাদের সম্পৃক্ত করা হয়েছে।

উপ-প্রেস সচিব বলেন, কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নীতি ও প্রচেষ্টা নির্বাচিত সরকারকেও অব্যাহত রাখতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা এ বিষয়ে কী ধরনের নীতি বা উদ্যোগ নেবেন, তা তাদের জানানোর প্রয়োজন ছিল।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে মিয়ানমার ও চীন ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূত সম্মেলনে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। রোহিঙ্গা বিষয়ে আরও সম্মেলন হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের একটি বিশেষ সেশনে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হবে। তিনি জানান, কক্সবাজারের সম্মেলনটি ছিল জাতিসংঘ সম্মেলনের পূর্বপ্রস্তুতি।

সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তারা দেখেছেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে যাচ্ছে এবং এটি কমে গেলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত