ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
এমপিও শিক্ষকদের জন্য সুখবর: বাড়িভাড়া বাড়ছে!
.jpg)
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন। গত ১৩ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষকেরা এই দাবি জানান। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ শিক্ষা মন্ত্রণালয়ে তাদের দাবির আর্থিক হিসাব লিখিতভাবে জমা দিয়েছে।
শিক্ষকদের দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় সাড়ে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী প্রতি মাসে এক হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন, যা বাবদ সরকারের মোট মাসিক খরচ ৫৫ কোটি টাকা। যদি তাদের দাবি অনুযায়ী ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হয়, তবে সরকারের প্রতি মাসে অতিরিক্ত ২১১ কোটি ২ লাখ টাকা খরচ হবে, যা বছরে ২ হাজার ৫৩২ কোটি ২৪ লাখ টাকা দাঁড়ায়।
জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের কাছে ২০ শতাংশ বাড়িভাড়ার আর্থিক হিসাব চেয়েছেন, যা আমরা লিখিতভাবে জমা দিয়েছি। আমরা আশা করি, সরকার দ্রুত এই প্রস্তাব অনুমোদন করবে।” জোট তাদের হিসাবে আরও উল্লেখ করেছে যে, কোনো শিক্ষকের মূল বেতন কম হওয়ায় যদি ২০ শতাংশ হারে বাড়িভাড়া ১ হাজার টাকার কম হয়, সেক্ষেত্রেও তাকে কমপক্ষে ৩ হাজার টাকা বাড়িভাড়া ভাতা দিতে হবে।
এদিকে, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ও নড়েচড়ে বসেছে। গত ২৬ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-কে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে শিক্ষকদের জন্য ২০ শতাংশ, ১৫ শতাংশ এবং ১০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করলে কত খরচ হবে, তার ভিন্ন ভিন্ন হিসাব চাওয়া হয়েছে। একই চিঠি মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরেও পৃথকভাবে পাঠানো হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয়করণপ্রত্যাশী জোটের দেওয়া হিসাবটি অসম্পূর্ণ, কারণ এতে গ্রেড অনুযায়ী বেতনের ভিন্নতা বিবেচনা করা হয়নি। তাই মাউশিকে শিক্ষকদের গ্রেড অনুযায়ী বিস্তারিত আর্থিক বিবরণী তৈরি করে পাঠাতে বলা হয়েছে, যাতে অর্থ মন্ত্রণালয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানো যায়। তিন দপ্তর থেকে আর্থিক হিসাব পাওয়ার পরই চূড়ান্ত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার