ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেকের চাঞ্চল্যকর তথ্য
জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা এক সমন্বয়ককে উপদেষ্টা করার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক দিয়েছিলেন। শুধু তাই নয়, ১০ লাখ টাকা নগদ অর্থের পাশাপাশি চারটি আলাদা চেকও দেওয়া হয়। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক অনুসন্ধান প্রতিবেদনে।
অধ্যাপক গোলাম মোস্তফা জানিয়েছেন, গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে তাকে এই প্রস্তাব দেওয়া হয়। প্রয়োজন হলে শত কোটি টাকা দিতে তিনি দ্বিধা করেননি। তবে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজের ব্যাংক হিসাব থেকে ২০০ কোটি টাকার চেক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার হাতে আসলে এত টাকা নেই। তারা আমাকে চাপ দিচ্ছিল। চেকে সই করলে বিপদে পড়তাম। তাই আমি বলেছিলাম, আমার টাকা নেই, সিকিউরিটি চেকের ব্যবস্থা করা হোক। পরে চেক ফেরত দেওয়া হবে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে কয়েকজন সমন্বয়ক ডাক্তারের চেম্বারে আসেন। নগদ অর্থ ও চেক গ্রহণের পর তারা চলে যান। ভিডিওতে চেক গ্রহণকারীদের মধ্যে একজন পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে, আরেকজন সমন্বয়ক পরিচয় দেন।
অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, একজন চিকিৎসক হিসেবে এত বড় অর্থ আমার কাছে থাকে না। তারা আমাকে হুমকি দিয়ে চেকে সই করানোর চেষ্টা করেছিল। তবে আমি সই করি নি এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছি।
তাঁর এ বক্তব্যে উঠে এসেছে, উপদেষ্টার পদকে অর্থনৈতিক প্রলোভনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর জন্য এমন প্রলোভন দেওয়া একটি গুরুতর দুর্নীতির উদাহরণ। তারা আইনের আওতায় আনার দাবি তুলেছেন।
অনুসন্ধান অনুযায়ী, এই ঘটনায় শিক্ষক, সমন্বয়ক এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন ভূমিকা ছিল। তবে চেক ও নগদ অর্থের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত