ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সামান্য অস্থিরতায়ও শেয়ারবাজারে স্থিতিশীলতার আভাস

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৭ ১৫:২৮:১২
সামান্য অস্থিরতায়ও শেয়ারবাজারে স্থিতিশীলতার আভাস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে (রবিবার ও সোমবার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮০.৪৩ পয়েন্ট। পক্ষান্তরে গতকাল ও আজ (মঙ্গলবার ও বুধবার) — এই দুই কার্যদিবসে সূচক কমেছে ১২.০৮ পয়েন্ট। আজ কমেছে ৫.৫১ পয়েন্ট। তবে আজ টাকার অংকে লেনদেন বেশি কমেছে। কারণ প্রথম দুই কার্যদিবসে যে হারে সুচক বেড়েছে, পরের দুই কার্যদিবসে সেভাবে কমেনি। আগের তিন কার্যদিবসেই টাকার অংকে লেনদেন বেড়ে ১২ শত কোটি টাকা ছাড়িয়েছে। আজকের সামান্য পতনে বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখায় লেনদেন কমেছে। তাই বলা যায় বাজারের সামান্য পতনেও স্থিতিশীলতার আভাস পাচ্ছে বিনিয়োগকারীরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিছুক্ষণ পরে সূচকের তীর একটানা নিচে নামলেও আবারও সূচকের উত্থান ঘটে। লেনদেন শুরুর ৫০ মিনিটের মধ্যে সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৫৮ পয়েন্টে। এরপর সূচকের অস্থির উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। যে কারণে বিনিয়োগকারীরা সতর্কতার সাথে লেনদেন করে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৩১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮.৭২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৮টির দর বেড়েছে, ১৭৪টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৭৬ কোটি ১৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৩.৯০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ০.৮১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত