ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ফেস্টুন বিকৃতির অভিযোগ সাদিক কায়েমের

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৬ ২১:৪০:১৮
ডাকসু নির্বাচন: ফেস্টুন বিকৃতির অভিযোগ সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ফেস্টুন বিকৃতির অভিযোগ তুলেছে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, চারুকলা অনুষদে থাকা ‘সাংস্কৃতিক ফ্যাসিস্ট’ এবং সাবেক প্রধানমন্ত্রীর ‘প্রেতাত্মারাই’ তাদের নির্বাচনী ফেস্টুন বিকৃত করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সাদিক কায়েম বলেন, "সকালে প্রচারণার অংশ হিসেবে আমরা ক্যাম্পাসজুড়ে প্রার্থীদের ছবিসহ ফেস্টুন টাঙিয়েছিলাম। কিন্তু দুপুরের মধ্যেই চারুকলা অনুষদে আমাদের ফেস্টুনগুলো মাটিতে ফেলে দেওয়া হয় এবং প্রার্থীদের, বিশেষ করে আমাদের নারী প্রার্থীর ছবি বিকৃত করে দানবের রূপ দেওয়া হয়েছে।"

তিনি এই ঘটনাকে ‘চব্বিশের পরাজিত শক্তির’ কাজ বলে উল্লেখ করে বলেন, "আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। এটি শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আমাদের নির্বাচনী প্রচারণাকে ব্যাহত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।"

তিনি আরও অভিযোগ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এই চারুকলাতেই একটি গোষ্ঠী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলেছিল এবং সেই দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেন, "বোরকা পরা একজন নারী প্রার্থীর ছবিকে বিকৃত করার মাধ্যমে প্রমাণিত হয় যে, খুনি হাসিনার আমলের ইসলামোফোবিয়া ও হিজাবোফোবিয়ার কুৎসিত রাজনীতি এখনও টিকে আছে। এটি সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত।"

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে ডাকসু নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত