ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
১৪ স্টেশনে ৩১টি দোকান ভাড়া দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর ১৪টি মেট্রোরেল স্টেশনে ৩১টি খুচরা দোকান (রিটেইল শপ) ভাড়া দেওয়ার ঘোষণা দিয়েছে। যাত্রীদের যাতায়াতের পথে প্রয়োজনীয় পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা দিতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসার নতুন সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুটের আগারগাঁও ও কারওয়ান বাজার বাদে বাকি ১৪টি স্টেশনে এই দোকানগুলো স্থাপন করা হবে। আগ্রহী উদ্যোক্তা ও বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো এই দোকান ভাড়া নিতে পারবে।
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবন থেকে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর, বিকেল ৩টা পর্যন্ত। আবেদনকারীদের জন্য আগামী ৪ সেপ্টেম্বর একটি প্রি-বিড সভা ও সাইট পরিদর্শনেরও আয়োজন করা হয়েছে।
আবেদনকারীর অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে গত এক বছরের ব্যাংক বিবরণী থাকতে হবে। এছাড়া, কী ধরনের পণ্য বা সেবা বিক্রি করা হবে, তার একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনাও আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
চুক্তির প্রাথমিক মেয়াদ হবে ৫ বছর এবং প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। উন্মুক্ত প্রতিযোগিতামূলক পদ্ধতিতে সর্বোচ্চ দরদাতাকে দোকান বরাদ্দ দেওয়া হবে। চুক্তি স্বাক্ষরের আগে নির্বাচিত প্রতিষ্ঠানকে বার্ষিক ভাড়ার ২০ শতাংশ নিরাপত্তা জামানত এবং এক বছরের ভাড়া অগ্রিম হিসেবে পরিশোধ করতে হবে।
বিস্তারিত তথ্য ও শর্তাবলি ডিএমটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.dmtcl.gov.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা