ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
এক দশক পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
.jpg)
দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরকে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এর আগে গত ২৭ এপ্রিল তার সফর নির্ধারিত থাকলেও ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে ইসলামাবাদ শেষ মুহূর্তে তা স্থগিত করেছিল।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে পাকিস্তান রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর ওপর জোর দেবে। অন্যদিকে, বাংলাদেশের মূল লক্ষ্য হলো অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোর সমাধান করে সম্পর্ক স্বাভাবিক করা। ঢাকার পক্ষ থেকে বরাবরই তিনটি প্রধান দাবি তোলা হয়েছে:
১. ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা।
২. আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া।
৩. অবিভক্ত সম্পদের ন্যায্য হিস্যা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া।
সফরের মূল আনুষ্ঠানিকতা হবে দ্বিতীয় দিন রোববার। এদিন ইসহাক দার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময় এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।
রোববার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক। ইসহাক দারের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে, যা এই সফরকে একটি ভিন্ন রাজনৈতিক মাত্রা দিয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সর্বশেষ ঢাকা সফর করেছিলেন। এরপর আর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে