ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ দেখলেই মনে হয় আমরা ব্যর্থ: ঢাবি অধ্যাপক

ডুয়া ডেস্ক : বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দের পরিমাণ দেখলেই মনে হয় আমরা ব্যর্থ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন তার ভেরিফায়েড ফেজবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই দুটোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেইনি শুধু না বরং সর্বোচ্চ অবহেলা করেছি। এরপরেও যারা পারে সন্তানকে বিদেশে পাঠিয়ে দেয়। চিকিৎসার জন্য বিদেশে যাই। কেনো আমরা পারি না নিজ দেশে উন্নত শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে? এর ফলে যেই লাভ হবে তা বলে শেষ করা যাবে না। অথচ এই কাজটিই আমাদের কোনো সরকার ৫৩ বছরে করেনি। ভেবেছিলাম এইবার ছাত্ররাই রাষ্ট্রের কর্ণধার। এইবার পারবে। কিন্তু সব দেখে মনে হচ্ছে আমরা আবারো ব্যর্থ হতে যাচ্ছি। এরপরেও এইবারের বাজেট পর্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবো।
তিনি লেখেন, কেবল সন্তান জন্মদানের জন্য অক্টোপাস ছয় মাস না খেয়ে বাচ্চাগুলো জন্মলাভের প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়। একটি স্ত্রী অক্টোপাস এক গুচ্ছ ডিম পাড়ার পর, সে খাওয়া বন্ধ করে এবং ক্রমশ ক্ষীণ হয়ে যায়; ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময়েই সে মারা যায়। সন্তানের জন্য মায়ের এই স্যাক্রিফাইস। সব প্রাণীর অন্যতম মৌলিক লক্ষ্য হলো টিকে থাকা ও প্রজননের মাধ্যমে প্রজাতির ধারাবাহিকতা নিশ্চিত করা।
অধ্যাপক মামুন আরও লেখেন, মানুষের ক্ষেত্রে সন্তান শুধু বেঁচে থাকা না একই সঙ্গে সন্তান যেনো সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে তার চেষ্টা করা হয়। মানুষ যেহেতু উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণী তাই সেটা এককভাবে না করে রাষ্ট্রের সকল মানুষের সম্মিলিত চেষ্টায় এই দুটোর ব্যবস্থা করা হয়। পুরো রাষ্ট্রের সব মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে এটির পেছনে সর্বোচ্চ সম্ভব বরাদ্দ দিতে। কিন্তু আমরা সে চেষ্টা করি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর