ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ দেখলেই মনে হয় আমরা ব্যর্থ: ঢাবি অধ্যাপক

ডুয়া ডেস্ক : বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দের পরিমাণ দেখলেই মনে হয় আমরা ব্যর্থ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন তার ভেরিফায়েড ফেজবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই দুটোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেইনি শুধু না বরং সর্বোচ্চ অবহেলা করেছি। এরপরেও যারা পারে সন্তানকে বিদেশে পাঠিয়ে দেয়। চিকিৎসার জন্য বিদেশে যাই। কেনো আমরা পারি না নিজ দেশে উন্নত শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে? এর ফলে যেই লাভ হবে তা বলে শেষ করা যাবে না। অথচ এই কাজটিই আমাদের কোনো সরকার ৫৩ বছরে করেনি। ভেবেছিলাম এইবার ছাত্ররাই রাষ্ট্রের কর্ণধার। এইবার পারবে। কিন্তু সব দেখে মনে হচ্ছে আমরা আবারো ব্যর্থ হতে যাচ্ছি। এরপরেও এইবারের বাজেট পর্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবো।
তিনি লেখেন, কেবল সন্তান জন্মদানের জন্য অক্টোপাস ছয় মাস না খেয়ে বাচ্চাগুলো জন্মলাভের প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়। একটি স্ত্রী অক্টোপাস এক গুচ্ছ ডিম পাড়ার পর, সে খাওয়া বন্ধ করে এবং ক্রমশ ক্ষীণ হয়ে যায়; ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময়েই সে মারা যায়। সন্তানের জন্য মায়ের এই স্যাক্রিফাইস। সব প্রাণীর অন্যতম মৌলিক লক্ষ্য হলো টিকে থাকা ও প্রজননের মাধ্যমে প্রজাতির ধারাবাহিকতা নিশ্চিত করা।
অধ্যাপক মামুন আরও লেখেন, মানুষের ক্ষেত্রে সন্তান শুধু বেঁচে থাকা না একই সঙ্গে সন্তান যেনো সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে তার চেষ্টা করা হয়। মানুষ যেহেতু উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণী তাই সেটা এককভাবে না করে রাষ্ট্রের সকল মানুষের সম্মিলিত চেষ্টায় এই দুটোর ব্যবস্থা করা হয়। পুরো রাষ্ট্রের সব মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে এটির পেছনে সর্বোচ্চ সম্ভব বরাদ্দ দিতে। কিন্তু আমরা সে চেষ্টা করি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা