ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

নতুন সরকারে থাকছেন কি-না, জানালেন প্রধান উপদেষ্টা

২০২৫ আগস্ট ২১ ২১:৪৫:০৩

নতুন সরকারে থাকছেন কি-না, জানালেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি পরিষ্কার করেছেন যে, নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে তিনি থাকবেন না এবং রাষ্ট্রীয় সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

যুক্তরাষ্ট্রের ইউটাহ-ভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেসেরেট নিউজ’-এ লেখা এক নিবন্ধে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘অ্যা মেসেজ ফ্রম দ্য লিডার অব বাংলাদেশ: জেন. জি ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়।

নিবন্ধে ড. ইউনূস ২০২৪ সালের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি লিখেছেন, গত বছর শিক্ষার্থীরা একজন ‘স্বৈরশাসককে’ দেশত্যাগে বাধ্য করে জাতির ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছে। সৃষ্ট ক্ষমতার শূন্যতা পূরণে ছাত্রনেতাদের অনুরোধে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই আন্দোলনকে তিনি বিশ্বের প্রথম ‘জেনারেশন জেড বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর দেশের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "অব্যবস্থাপনার মাত্রা দেখে আমি হতবাক হয়ে যাই। অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল এবং গণতন্ত্র ভেঙে পড়েছিল।"

ড. ইউনূস জানান, তার সরকারের অন্যতম প্রধান কাজ হলো পূর্ববর্তী শাসনামলে নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং লুট হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করা। তিনি উল্লেখ করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী গত ১৫ বছরে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

প্রধান উপদেষ্টা তার মূল লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, "আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা।" তিনি আরও জানান, বাংলাদেশ যেন আর কখনও স্বৈরাচারের কবলে না পড়ে, তা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য আনার জন্য সাংবিধানিক সংস্কারসহ ব্যাপক সংস্কার প্রস্তাব করা হয়েছে।

নিবন্ধে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ প্রজন্মের প্রশংসা করে একটি উন্নত বিশ্ব গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত