ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বৈঠক

২০২৫ আগস্ট ২১ ১৫:১৬:০৪

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বৈঠক

বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে মতিঝিল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক দিয়ে দুই দেশের মানুষের মধ্যে মিল রয়েছে এবং পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদা বাংলাদেশে বেশি।

তিনি এফটিএ স্বাক্ষরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। জাম কামাল খান রপ্তানি পণ্যের বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরে পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে একযোগে কাজ করার সম্ভাবনার কথা জানান।

পাশাপাশি, বাংলাদেশে শীঘ্রই ‘সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন’ আয়োজনের মাধ্যমে বেসরকারিখাতের সম্পর্ক আরও মজবুত করার কথাও জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ও ডিসিসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাতে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত