ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ডেঙ্গুতে হাসপাতালে ৪৬৬, ম’ত্যু একজনের

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ আগস্ট ১৭ ২১:১৮:০০
ডেঙ্গুতে হাসপাতালে ৪৬৬, ম’ত্যু একজনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৬৬ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৬ জন রয়েছেন।

তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন এবং জুলাইয়ে ১০,৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন।

এদিকে আগস্টের প্রথম ১৭ দিনে ৫,৩৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন ২২ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত