ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ডেঙ্গু সংক্রমণ: গত ২৪ ঘণ্টায় ভর্তি ৪৬৬ রোগী, মৃত্যু ১

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ আগস্ট ১৭ ১৮:০৭:৩০
ডেঙ্গু সংক্রমণ: গত ২৪ ঘণ্টায় ভর্তি ৪৬৬ রোগী, মৃত্যু ১

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। চলতি বছরে ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, গত একদিনে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা হয়েছে ১০৫ জন। সর্বশেষ মৃত রোগী ঢাকা দক্ষিণ করপোরেশনের বাসিন্দা।সুস্থতার খবরে, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ২৫ হাজার ১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। প্রয়োজনে দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হতে এবং ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত