ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

‘৩৩ বছরের তরুণ নাজমুলের মালদ্বীপে রাষ্ট্রদূত নিয়োগে বিতর্ক’

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ০৮ ২০:১০:২৮
‘৩৩ বছরের তরুণ নাজমুলের মালদ্বীপে রাষ্ট্রদূত নিয়োগে বিতর্ক’

রাজনৈতিক কারণেই প্রাপ্তবয়স্ক যেকেউ রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে পারে, কিন্তু ৩৩ বছর বয়সে তুরস্কে বসবাসরত তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামের মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তুরস্কে দীর্ঘদিন থাকা, তুর্কি পার্লামেন্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং বিদেশি নাগরিকত্ব থাকার কারণে তার নিয়োগকে অনেকে পেশাদারিত্বের বিরুদ্ধে মনে করছেন। তার সহধর্মিণীর তুরস্কের সরকারি চাকরি এবং নাগরিকত্ব থাকা নিয়োগকে আরো জটিল করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসে দুই বছর মেয়াদে মালদ্বীপে তাকে হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন দেয়। তুরস্কে বাংলাদেশে অভিজ্ঞ পেশাদার কূটনীতিক এম আমানুল হককে সরিয়ে না পারায় মালদ্বীপে নিয়োগ প্রস্তাব পাঠানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ বয়সে সাধারণত পেশাদার কূটনীতিকরা সিনিয়র সহকারী সচিব পদে থাকেন। মালদ্বীপে তার আগে দায়িত্ব পালন করেছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এ নিয়োগে পেশাদার কূটনীতিকদের মধ্যে নেপথ্যে বিতর্ক চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট)... বিস্তারিত