ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
সরকারের নতুন লক্ষ্য: ১২০০ টাকায় ডায়ালাইসিস
দেশের স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিডনি রোগীদের জন্য মাত্র ১২০০ টাকায় ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসাথে ৭ হাজার চিকিৎসকের পদোন্নতি এবং ৩ হাজার নতুন চিকিৎসক নিয়োগসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বছর পূর্তির অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সরকার সোনার বাংলা হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, দেশের মানুষ যেন মাত্র ১২০০ টাকায় এই জরুরি সেবাটি পায়।"
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, "সেপ্টেম্বরের মধ্যেই ৩ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া, ৭ হাজার চিকিৎসককে সুপার নিউমারারি পদ তৈরি করে পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে, যা দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।" তিনি আরও জানান, নার্সদের মতো চিকিৎসকদের পোস্টিংও অটোমেশন পদ্ধতিতে তাদের পছন্দ অনুযায়ী করার প্রক্রিয়া চালু হবে।
সেবার পরিধি বাড়াতে এরই মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও কুয়েত মৈত্রী হাসপাতালে দ্বিতীয় শিফট চালু করা হয়েছে এবং ভবিষ্যতে ২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা রয়েছে।
জুলাইয়ের গণ-আন্দোলনে আহতদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে নুর জাহান বেগম বলেন, "আমরা প্রাণপণে চেষ্টা করেছি। অনেক জীবন বাঁচাতে পেরেছি।" তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশ্বের ৭টি দেশ থেকে চিকিৎসক এসেছেন এবং ৭৮ জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে। নেপাল সরকার মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০টি কর্নিয়া দান করেছে।
আহতদের পুনর্বাসনে রোবটিক ফিজিওথেরাপির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীন সরকার ৬২টি চিকিৎসা-সহায়ক রোবট দিয়েছে, যার মধ্যে ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন। এই রোবট পরিচালনায় ইতোমধ্যে ২৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটাতে মেডিকেল শিক্ষায় নৈতিকতা বিষয়ক কোর্স বাধ্যতামূলক করা হয়েছে এবং এ সংক্রান্ত নতুন বই প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি