ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ফের কেঁপে উঠল ইরান, সতর্ক পরামর্শ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৫ ১৩:২৩:৪৯
ফের কেঁপে উঠল ইরান, সতর্ক পরামর্শ

ইরানের দক্ষিণাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনের অভিঘাত ছিল বেশ তীব্র। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত এক বছরে ইরানে একাধিক মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এর আগে গত জুন মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয়।

ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থান করায় দেশটির জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত