ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ে যা জানা গেল
.jpg)
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান—এই তিনটি ইউনিটের অধীনে মোট ১১ হাজার ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৩ আগস্ট (রোববার) রাত থেকে, যা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
- কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা।
- বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), সকাল ১১টা থেকে ১২টা।
- বাণিজ্য ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বিকেল ৩টা থেকে ৪টা।
পরীক্ষার মানবণ্টন ও মেধাতালিকা:
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মোট ১২০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০ করে মোট ২০ নম্বর যুক্ত করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
যেসব শিক্ষার্থী পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই; তাদের পূর্ববর্তী আবেদনই ডিসিইউর জন্য গণ্য হবে।
- আবেদন বাতিল বা তথ্য সংশোধনের শেষ তারিখ ১২ আগস্ট।
- কলেজ ও বিষয় পছন্দের পর চূড়ান্ত বিষয় বরাদ্দ দেওয়া হবে ২০ অক্টোবর।
- ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
ইডেন মহিলা কলেজ ও সরকারি বদরুন্নেসা মহিলা কলেজে শুধু ছাত্রী এবং ঢাকা কলেজে শুধু ছাত্ররা ভর্তি হতে পারবেন। বাকি চারটি কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তির সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স