ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলকে ‘ভূতুড়ে শহর’ বানানোর হুমকি খাতামির

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০২ ১৬:২০:০১
ইসরায়েলকে ‘ভূতুড়ে শহর’ বানানোর হুমকি খাতামির

ইসরায়েল যদি আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেলআবিবকে ‘ভূতুড়ে শহরে’ পরিণত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি।

শুক্রবার (১ আগস্ট) তেহরানের জুমার খুতবায় তিনি বলেন, “ইসরায়েল বহুদিন ধরেই ইরানকে ধ্বংস করতে চায়। এখন তারা অস্তিত্ব সংকটে পড়ায় আরও মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ইরান তুফানের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”

তিনি বলেন, বিশ্বব্যাপী ইসরায়েলবিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে যা প্রমাণ করে যে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা বাড়ছে এবং একই সঙ্গে ইরানের প্রভাব ও অবস্থানও শক্তিশালী হচ্ছে।

আয়াতুল্লাহ খাতামি উল্লেখ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল-উদেইদ ঘাঁটিতে এ হামলা করেছে ইরান।

তিনি ইসরায়েলকে ‘ক্যানসারসদৃশ টিউমার’ বলে আখ্যায়িত করে বলেন, “এই টিউমার নির্মূল না করা হলে এটি অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও সিরিয়ার মতো আচরণ করবে।”

খাতামির দাবি, ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান অঞ্চলের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

তিনি জানান, এসব ঘটনার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালায় এবং ইসরায়েলের দখলকৃত শহরগুলোতে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলেও জানান তিনি।

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও খাতামি সতর্ক করে বলেন, “যদি আবারও যুদ্ধবিরতি ভাঙে ইসরায়েল তবে তেলআবিব এক ভূতুড়ে শহরে পরিণত হবে।”

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র কমপক্ষে ২৫টি দেশে সামরিক আগ্রাসন চালিয়েছে। এসব তাদের অপরাধের ইতিহাস।”

আয়াতুল্লাহ খাতামি বলেন, “ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা এই দখলদার রাষ্ট্রকে রক্ষায় বদ্ধপরিকর। এজন্য আজও ইরানিদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান।”

তথ্য : মেহর নিউজ এজেন্সি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত