ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট প্রকাশ হবে জুলাই ঘোষণাপত্র : প্রেস সচিব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ১৩:৪৮:৫৫
৫ আগস্ট প্রকাশ হবে জুলাই ঘোষণাপত্র : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত