ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
গোপন বৈঠকে আ.লীগ-ছাত্রলীগ, হাসিনাকে ফেরাতে লক্ষ্য শাহবাগ দখল
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গোপন বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের একাংশ মিলে শাহবাগ দখলের পরিকল্পনা করে। লক্ষ্য ছিল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা।
গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বৈঠকে ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, বিদেশে লোক পাঠানোর নাম করে কনভেনশন হলটি ভাড়া নেওয়া হয়। পরে সেখানে এই ষড়যন্ত্রমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা নির্দেশ দিলেই নেতাকর্মীরা সারাদেশ থেকে লোকজন ঢাকায় এনে শাহবাগ মোড় দখল করবে। উদ্দেশ্য ছিল জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দেশে ফেরা সহজ করা।
ঘটনার পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন সেনা কর্মকর্তা মেজর সাদিক রয়েছেন সেনা হেফাজতে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন। বিদেশে লোক পাঠানোর নাম ব্যবহার করে ভিন্ন উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ আগস্ট ঘিরে চলা নানা হুমকি ও আলোচনার বিষয়ে তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং অতীতেও দেখা গেছে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, আটক মেজর সাদিকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর ১৭ জুলাই তাকে উত্তরা এলাকা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে দুটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে সেনা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও নিরাপত্তা মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যৎ প্রভাব পর্যবেক্ষণে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়