ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নতুন বার্তা নিয়ে হাটহাজারী মাদ্রাসায় বিএনপির ২ নেতা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০১ ২১:৪১:২২
নতুন বার্তা নিয়ে হাটহাজারী মাদ্রাসায় বিএনপির ২ নেতা

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সৌজন্য সাক্ষাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফী ও সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন দুই নেতা।

সাক্ষাতে বিএনপি নেতারা বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, ‘বিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়-এমন বার্তাই আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, বিএনপির নেতৃত্বেই বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি শহীদ হয়েছে, সবচেয়ে বেশি মামলা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপিই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম চালিয়ে গেছি। শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া উভয়েই জাতীয় ঐক্যের রাজনীতি করেছেন।’

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। আমরা আশা করি, সরকার দ্রুত এই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাবে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে। না হলে শহীদদের আত্মত্যাগ ও মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।’

বিএনপির আরেক এক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদের খসড়া জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে যে প্রস্তাবগুলো নিয়ে সর্বসম্মত মত রয়েছে, সেগুলো চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হবে।’

তিনি জানান, ‘এই সনদের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমা ধরা হয়েছে। প্রয়োজন হলে সংবিধান, আইন ও বিধিমালা সংশোধন করেও বাস্তবায়ন করা হবে—এমন প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে।’

সালাহউদ্দিন বলেন, ‘ঐকমত্য কমিশনের ৮২৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৫১টিতে বিএনপি একমত হয়নি এবং ১১৫টি প্রস্তাবে ভিন্নমত দিয়েছে।’

তবে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান পাননি বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত