ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শহীদ দিদারুলের ত্যাগের স্বীকৃতিতে নিউইয়র্ক পুলিশের মরণোত্তর পদোন্নতি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০১ ১৮:২৪:৩৯
শহীদ দিদারুলের ত্যাগের স্বীকৃতিতে নিউইয়র্ক পুলিশের মরণোত্তর পদোন্নতি

নিজের মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে কর্মজীবনে গড়ে তোলার স্বপ্ন নিয়ে পাড়ি জমান দিদারুল ইসলাম। মাত্র ২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পা রাখা তিনি।যুক্তরাষ্ট্রের কর্মজীবনে বাংলাদেশি পুলিশ অফিসার এনওয়াইপিডিতে (NYPD) তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সুরক্ষার জন্য। কিন্তু ২৮ জুলাই ম্যানহাটনের এক অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন ।তার মৃত্যুর পর এনওয়াইপিডি কর্তৃপক্ষ তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করেছে।

দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে, যেখানে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ, বিভিন্ন কর্মকর্তা, সহকর্মী, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরাও। পরে নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এনওয়াইপিডির ফেসবুক পোস্টে বলা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। তার এই আত্মত্যাগ ও সেবা স্মরণে তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন কমিশনার জেসিকা টিশ।’

জেসিকা টিশ জানিয়েছেন, “দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি আকস্মিকভাবে আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউইয়র্ক নয়, তাকে নিয়ে বাংলাদেশও গর্ব করতে পারে ।”

উল্লেখ্য,দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রে পুলিশিং ক্যারিয়ারের শুরু করেন স্কুল সেফটি এজেন্ট হিসেবে। পরবর্তীতে নিয়মিত পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তিনি ছিলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রশংসিত অফিসার। তার এই আত্মত্যাগ ও সেবা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তার স্মৃতিচারণায় সামাজিক ও প্রবাসী মহলে ব্যাপক শোক ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত