ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ইরানের সাথে ব্যবসা 

৬ ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২০২৫ জুলাই ৩১ ১১:৫৪:২৫

৬ ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সাথে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য লেনদেনের অভিযোগে ভারতের ছয়টি কোম্পানি সহ বিশ্বের মোট ২৬টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, ইরান এই বাণিজ্য থেকে অর্জিত অর্থ মধ্যপ্রাচ্যে সংঘাত সৃষ্টি, সন্ত্রাসবাদে মদদ এবং নিজ দেশের জনগণের ওপর দমন-পীড়নে ব্যবহার করছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো: অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "ইরানি শাসকগোষ্ঠী তাদের তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিতে ব্যবহার করছে। আজকের এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থপ্রবাহ বন্ধ করার চেষ্টা করছি, যা তারা বিদেশে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং দেশের জনগণের ওপর দমন-পীড়নে ব্যবহার করে থাকে।"

এই নিষেধাজ্ঞা মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬ এর অধীনে আরোপ করা হয়েছে, যা ইরানের পেট্রোলিয়াম খাতের সাথে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনকে নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞার প্রভাব:

এই নিষেধাজ্ঞার ফলে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বা কোনো মার্কিন নাগরিকের নিয়ন্ত্রণে থাকা উক্ত কোম্পানিগুলোর সমস্ত সম্পদ ও স্বার্থ জব্দ করা হবে। এছাড়া, যেসব প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা এই ছয়টি কোম্পানির হাতে রয়েছে, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।

যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নিষিদ্ধ কোম্পানিগুলোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন, পণ্য বা সেবা আদান-প্রদান করতে পারবে না। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের রাজস্ব আয়কে সংকুচিত করে তাদের কার্যক্রমকে সীমিত করার প্রচেষ্টা চালাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত