ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

প্রতীকী মূল্যে আর সরকারি জমি নয়: অর্থ উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৯ ১৫:১৯:১১
প্রতীকী মূল্যে আর সরকারি জমি নয়: অর্থ উপদেষ্টা

এখন থেকে সরকারি জমি আর কাউকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, "সরকারি জমি যারাই নিতে চাইবে, অর্থ দিয়ে নিতে হবে।"

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিনের বৈঠকে চট্টগ্রামের বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলসের প্রায় ৫৫ একর জমি প্রতীকী মূল্যে বাংলাদেশ সেনাবাহিনীকে হস্তান্তরের একটি প্রস্তাব উঠেছিল। এই জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য ব্যবহারের কথা ছিল।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "জলিল টেক্সটাইল মিলস সেনাবাহিনী নিতে চাচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে দেবো না। এখন থেকে প্রতীকী মূল্যটা এড়িয়ে চলব।" তিনি আরও বলেন, প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দিলে বরাদ্দগ্রহীতারা প্রায়শই এর যথাযথ ব্যবহার করেন না।

তাহলে জমিটি সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন, "তাদেরকেই দেওয়া হবে, তবে মূল্য নির্ধারণ করে নতুন করে প্রস্তাব আসতে হবে।"

বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার খরচ এবং অন্যান্য সম্ভাব্য আমদানি পণ্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এ বিষয়ে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করেননি। সামরিক সরঞ্জাম কেনা হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কাছে জানতে বলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত