ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারী ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির (২৪) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্টি এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জ্যোতি গত রোববার (২৭ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করলেও প্রবল স্রোত ও প্রতিকূল অবস্থার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।
ফারিয়া তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা এবং একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মনি ট্রেডিং’-এ সেলস কর্মকর্তার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ায়। ঘটনার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, “এই ম্যানহোলটি সিটি কর্পোরেশনের আওতায় নয়; এটি সড়ক বিভাগের দায়িত্বাধীন। তবে উদ্ধার কার্যক্রমে কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে জলাবদ্ধতা ও দুর্ঘটনা বেড়েছে। তাদের দাবি, একসময়কার ১২ ফুট প্রশস্ত ড্রেন এখন ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে যার ফলে পানির প্রবাহ বেড়ে দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ম্যানহোলটি ছিল প্রায় ১০ ফুট গভীর এবং টানা বৃষ্টির ফলে পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত তৈরি হয়েছিল। এরই ফলে জ্যোতির মরদেহ দূরে ভেসে যায়।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম