ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারী ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির (২৪) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্টি এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জ্যোতি গত রোববার (২৭ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করলেও প্রবল স্রোত ও প্রতিকূল অবস্থার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।
ফারিয়া তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা এবং একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মনি ট্রেডিং’-এ সেলস কর্মকর্তার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ায়। ঘটনার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, “এই ম্যানহোলটি সিটি কর্পোরেশনের আওতায় নয়; এটি সড়ক বিভাগের দায়িত্বাধীন। তবে উদ্ধার কার্যক্রমে কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে জলাবদ্ধতা ও দুর্ঘটনা বেড়েছে। তাদের দাবি, একসময়কার ১২ ফুট প্রশস্ত ড্রেন এখন ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে যার ফলে পানির প্রবাহ বেড়ে দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ম্যানহোলটি ছিল প্রায় ১০ ফুট গভীর এবং টানা বৃষ্টির ফলে পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত তৈরি হয়েছিল। এরই ফলে জ্যোতির মরদেহ দূরে ভেসে যায়।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ২৩ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর